• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে সেনা জোন লংগদুতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নানিয়ারচরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪৭০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে ইসলামপুর ক্রিকেট ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন (১০বীর) কমান্ডার গোলাম মাবুদ হাসান পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে মাবুদ হাসান বলেন, নানিয়ারচর জোন সব সময় খেলোয়াড়দের পাশে থাকবে। আপনারা খেলার আয়োজন করবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবে।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জ্জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা ক্রীড়া সম্পাদক ইন্দ্র দাশ রিপন, ইসলামপুর ক্রিকেট ক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সম্পাদক কবির হোসেন প্রমূখ।

এসময় গর্জনতলী জনতা ক্লাব বনাম দোসর পাড়া স্মৃতি সংঘ ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। গর্জনতলী জনতা ক্লাব ও দোসর পাড়া স্মৃতি ক্লাব ৩/৩ গোলে ড্র করে। পরে ইসলামপুর ক্রিকেট ক্লাবের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্রেকারে ৪/৩ গোলে জনতা ক্লাব গর্জনতলী জয়লাভ করে।

এসময় দোসর পাড়া স্মৃতি সংঘ ক্লাবের মিতু মনি চাকমা সেরা গোলদাতা, জনতা ক্লাবের সোহেল চাকমা সেরা খেলোয়াড় এবং জনতা ক্লাবের রাজন চাকমা সেরা গোল রক্ষক নির্বাচিত হন।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্য এবং সেরা খেলোয়াড়, গোলদাতা ও গোলরক্ষক কে পুরষ্কার বিতরণ করেন।

উল্লেখ্য, মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাব, একতা ক্লাব, সূর্যোদয় ক্লাব, মামু ভাগিনা ক্লাব, নানিয়ারচর গোল্ডেন একাদশ, নানিয়ারচর অসহায় ক্লাবসহ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ