আনোয়ার হোসেন, পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) নানা মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায়, ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
একই কার্যদিবসে, ৩ বিজিবির অধীনস্থ সনখোলা কোম্পানি সদর সংলগ্ন হ্যালিপ্যাড এলাকায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। সেখানে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া। তিনি জানান, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা ৩ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।