শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক পিপলু রাখাইন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ সালেহ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহজাহান পাটোয়ারী। এছাড়াও উক্ত বিদ্যালয়ের সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।