• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিষ্ঠানে সংবর্ধিত শিক্ষক রোমানা পার্বত্য জেলায় দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে গুইমারাতে “এক টাকায় বাজার”

অপরাধ ও সন্ত্রাস দমনে অভিযানের পাশপাশি প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে-খাগড়াছড়ির পুলিশ সুপার

স্টাফ রির্পোটারঃ / ৫২৪৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলায় নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে আগেও পুলিশের অভিযান হয়েছে। এখনও হবে উল্লেখ করে নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন
অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে। এছাড়াও, চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কৌশল নিয়ে কাজ করবেন বলে জানান খাগড়াছড়ির এ পুলিশ সুপার।

যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কেএইচএম এরশাদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো: জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান, ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইআইও (ওয়ান) মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে যোগদানের পুর্বে তিনি কক্সবাজারের ১৪, আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ