জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) বিকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে ইসলামপুর ক্রিকেট ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন (১০বীর) কমান্ডার গোলাম মাবুদ হাসান পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে মাবুদ হাসান বলেন, নানিয়ারচর জোন সব সময় খেলোয়াড়দের পাশে থাকবে। আপনারা খেলার আয়োজন করবেন। আমরা আপনাদের সর্বাত্মক সহায়তা করবে।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জ্জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা ক্রীড়া সম্পাদক ইন্দ্র দাশ রিপন, ইসলামপুর ক্রিকেট ক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সম্পাদক কবির হোসেন প্রমূখ।
এসময় গর্জনতলী জনতা ক্লাব বনাম দোসর পাড়া স্মৃতি সংঘ ক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। গর্জনতলী জনতা ক্লাব ও দোসর পাড়া স্মৃতি ক্লাব ৩/৩ গোলে ড্র করে। পরে ইসলামপুর ক্রিকেট ক্লাবের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইব্রেকারে ৪/৩ গোলে জনতা ক্লাব গর্জনতলী জয়লাভ করে।
এসময় দোসর পাড়া স্মৃতি সংঘ ক্লাবের মিতু মনি চাকমা সেরা গোলদাতা, জনতা ক্লাবের সোহেল চাকমা সেরা খেলোয়াড় এবং জনতা ক্লাবের রাজন চাকমা সেরা গোল রক্ষক নির্বাচিত হন।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সদস্য এবং সেরা খেলোয়াড়, গোলদাতা ও গোলরক্ষক কে পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাব, একতা ক্লাব, সূর্যোদয় ক্লাব, মামু ভাগিনা ক্লাব, নানিয়ারচর গোল্ডেন একাদশ, নানিয়ারচর অসহায় ক্লাবসহ উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি দল অংশগ্রহণ করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত