ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেন জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম করেন খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাছান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাছান বলেন, সামনে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনা করছি। যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। এই অভিযান অব্যাহত থাকবে পুরো রমজান মাস।
ব্যবসায়ীদের জন্য আমরা মেসেজ দিতে চাই, পণ্য হয় এবং বিক্রয়ের রসিক সংরক্ষণ করেন। এবং দোকানে পণ্যের মূল্য তালিকা ঝোলানো থাকে। যাতে আমরা তালিকা বা রশিদ দেখে আমরা জরিমানার আওতায় আনতে পারি। আর সাধারণ মানুষও যাতে প্রতারণা শিকার না হয়।