জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে দলের নতুন কমিটি ঘোষণা করলেন তার ছেলে শাহাতা জারাব এরিক। সেই সাথে আরেক বাজল দলের ভাঙনের ঘন্টা।
ঘোষিত এই কমিটিতে এরশাদের স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক ও এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদকে(সাদ এরশাদ)কে কো-চেয়ারম্যান করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এরশাদ ট্রাস্ট্রের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে।
বুধবার রাজধানীর বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে বিদিশার ছেলে এরিক এই নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসাবে রওশন এরশাদের নাম থাকলেও তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
এরিক বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন রাতে আমার বাবাকে জিম্মি করে আমার চাচা জিএম কাদের দলের চেয়ারম্যান পদ লিখিয়ে নিয়েছেন। জাতীয় পার্টি আজ ধংসের মুখে।তিনি অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন আমরা তাকে মনিনা।
এরশাদের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে রওশন উপস্থিত না থাকলেও তার ছেলে সাদ ছিলেন। ছিলেন এরিকের মা বিদিশাও।