দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে অপর নয় মনোনয়ন প্রত্যাশীকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে পার্বত্য খাগড়াছড়ির সংসদীয় আসনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি প্রতিমন্ত্রীয় পদমর্যাদায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৯ জন। এরপর থেকেই খাগড়াছড়িতে কে হচ্ছেন নৌকার মাঝি এনিয়ে চায়ের টেবিল থেকে অফিস পাড়া সর্বত্র আলোচনা ঝড় উঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা-তেই আস্থা রাখে দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগ।
এদিকে টানা তৃতীয়বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।