ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সিভিল উড শপ ডিপার্টমেন্টের কক্ষে প্রতিষ্ঠানের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) সেমিনার অনুষ্ঠিত হয়।
“স্মার্ট বাংলাদেশ অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার প্রস্তূতী” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
এসময় মূল প্রবন্ধ উপস্থাপকঃ ডাঃ মোঃ শাহ আলম মজুমদার, বিশেষজ্ঞ, কোর্স এক্রিডিটেশন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল ওয়াদুদ, চেম্বার অব কমার্স, রাঙ্গামাটি ও মোঃ নুরুল আযম খান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ, চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যাহারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ইউনিট প্রধান গণ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। সেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।