মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ মে ) সকাল ১১টায় রামগড় ৪৩ বিজিবির বাস্কেটবল মাঠে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেনের সভাপতিত্বে রোডে ট্রাফিক দুর্ঘটনা, যানবাহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া আদায়, কিশোর গ্যাং দমন, নির্বাচনী প্রভাব, মাদক নির্মুল, টুরিস্ট যাত্রীদের ভ্রমণে সমস্যা, ইউপিডিএফ-জেএসএসের চাঁদাবাজি বন্ধ, যানবাহনে চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে সমন্বয় সভায় মত বিনিময় করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির ক্যাপ্টেন ডাঃ নুর হোসাইন, সহকারী পরিচালক রাজু আহম্মেদ সহ বিজিবির পদস্থ কর্মকর্তা, শিক্ষক, রাজনীতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিবৃন্দ।