• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা উপজেলায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মানবতার সেবায় এগিয়ে এপেক্স ক্লাব অব বান্দরবান দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিজিবি’র আর্থিক অনুদান রাজস্থলী স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া লক্ষ টাকার গাছ কাটার অভিযোগ নতুন ধান তোলা নিয়ে পাহাড়ে উৎসবের আমেজ পাহাড় জুড়ে সুবাস, কৃষকের মুখে হাসি অজপাড়াগাঁয়ের মেয়ে -খ্যাই উ প্রু মারমা পেলেন জননী  জয়িতা পুরস্কার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চবি শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত খাগড়াছড়ি রিজিয়ন এর আয়োজনে সম্প্রীতির কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা  আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রামগড়ে ছাত্রদলের মানববন্ধন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দীঘিনালা উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মানববন্ধন মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই- শেরপুরের ঝিনাইগাতীতে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

এফ এম সিফাত হাসান শেরপুর  / ১৮৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩

২২ জুলাই শনিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় রেঞ্জ অফিস উদ্বোধন ও ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সারা বিশ্বে শেখ হাসিনার সরকার একটি মডেল।

এই সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর কোন সরকারের আমলে এ উন্নয়ন আর কখনো হয়নি। এ কারণে শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই।

তিনি আরও বলেন, দেশ-বিদেশে এ সরকারের উন্নয়ন এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। সে উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য তারুণ্যের জয়যাত্রা ও তারুণ্যের সমাবেশে সকলের অংশগ্রহণ করা প্রয়োজন। আপনারা তরুণ সমাজ, যুব সমাজ আপনারা এগিয়ে আসবেন, আগামী নির্বাচনে আবার আমরা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে পারি।

তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন-ভিন্ন করে এবং দেশি-বিদেশী সব ষড়যন্ত্র মোকাবিলা করে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা মানুষের ঘরে যাবেন। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে বুঝাবেন। মানুষ আমাদের পক্ষে আছে, মানুষ আমাদের পক্ষে থাকবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাল্লাহ।

উপজেলা যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা, সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।

এর আগে সুফল প্রকল্পের আওতায় নির্মিত ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জ অফিস উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ওইসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ওসি (তদন্ত) আবুল কাশেম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ