ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান’কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস -২০২৫ পালিত হয়েছে। রবিবার (০২ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
বর্ণাঢ্য র্যালি’টি জেলা নির্বাচন অফিস বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম প্রমূখ।
এসময় বক্তারা, দেশের নাগরিকদের ভোটার অধিকার নিশ্চিতে যারা এখনো পর্যন্ত ভোটার খাল নাগাদ করতে পারেননি তাদেরকে জেলা নির্বাচন অফিসে এসে সহায়তা নেওয়া আহ্বান জানান। সঠিক তথ্য দিয়ে বাংলাদেশের নাগরিক ব্যতীত যাতে কোন ভিনদেশী বাংলাদেশ ভোটার করার সুযোগ না পায় সঠিক যাচাই-বাছাই করা এবং নতুন ভোটার বা খাল নাগাদ নিশ্চিতে সভায় উপস্থিত সকলকে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি প্রচারণার আহ্বান জানানো হয়।
শেষে নতুন ভোটার ও নাম সংশোধনে আবেদনকারীদের মাঝে স্মার্ট কার্ড ও সংশোধন পত্র হাতে তুলে দেওয়া হয়।