নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় বিভিন্ন মণ্ডপে উলুধ্বনির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গা দেবীর বাপের বাড়ি থেকে কৈলাসে স্বামীর বাড়িতে যাওয়ার আগে তার আশীর্বাদ পেতে নারী ভক্তরা দলে দলে দেবীর কপালে সিঁদুর দিয়েছেন।সেই সিঁদুর আবার একে অপরের কপালে মেখে দিয়েছেন। প্রতিটি মণ্ডপে বিরাজ করছে এক আনন্দ মূখর পরিবেশ।এরই ফাঁকে উৎসবটিকে স্মরণীয় করে রাখতে মোবাইল ফোনে সেলফি তুলেছেন। কেউ কেউ দেবীকে মিষ্টিমুখ করান। অনেকেই স্ত্রী সন্তান সবাই মিলে সিঁদুর খেলা দেখতে এসেছেন।
নেত্রকোনার মাতূসংঘ ,মহিবীর সংঘের কালিবাড়ী,সাতপাই কালিবাড়ী, শিববাড়ি মণ্ডপে সবচেয়ে বেশি ভিড় জমে উঠেছে। স্বামীর আয়ু বৃদ্ধি ও পরিবারের কল্যাণ কামনা করে নারী ভক্তরা এ সিঁদুর খেলায় মেতে উঠেছেন। তাছাড়া এ উৎসবের মধ্য দিয়ে নারীদের একে অপরের মাঝে এক অপূর্ব মিলন মেলায় পরিণত হয় মন্দিরে।
জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত জানিয়েছেন, সিঁদুর খেলা চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।