মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
তোমার আমার বাংলাদেশে, ভােট দিব মিলেমিশে এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার ২মার্চ সকালে দিবসটি উপলক্ষ্যে রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হবার পর এক আলোচনা সভায় শুরু হয়।
উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মমতা আফরিন উপস্থিত থেকে উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম সহ সরকারী- বেসরকারী কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।