• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
৪ দফা দাবিতে সচেতন নাগরিক সমাজ নেতৃবৃন্দের সমাবেশ বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে পর্যটক খরায় কাপ্তাই পর্যটন শিল্পে চলছে মন্দাভাব  রাজস্থলীতে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে ৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা শুরু কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইউএনও’র মতবিনিময় কাপ্তাই সেনা জোনের উদ্যোগে  শারদীয় দুর্গোৎসব  এবং কবরস্থান সংস্কারে সহায়তা প্রদান বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত লংগদুতে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন বান্দরবানে ডেঙ্গু আতঙ্ক, বাড়ছে রোগীর সংখ্যা শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  মানিকছড়িতে প্রবীণ পল্লী চিকিৎসকের মৃত্যুতে শোক

শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি : / ৯০ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি :
১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়েছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার বাড়ি ঝগড়ারচর বাজারের পাশেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাউসমারী গ্রামে। ঝগড়ারচর বাজারে আমার মেসার্স রিফাত এন্টার প্রাইজ ও মেসার্স রিফাত ফার্নিচার গ্যালারি নামে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাজারের একটি সমিতিকে ঘিরে পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরদিন দোকানের দালান ভাংচুর করে। এর ভিডিও ফুটেজ রয়েছে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে গত ২১ আগস্ট শেরপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদশর্ন করে ঘটনার সত্যতা পেয়েছেন। কিন্তু ঘটনার প্রায় এক মাস হলেও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় আসামীরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার বাবা মো. আবদুস সামাদসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় মামলার প্রেক্ষিতে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ