এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি :
১৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শেরপুর শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলা, ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়েছেন এক ভুক্তভোগী ব্যবসায়ী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার বাড়ি ঝগড়ারচর বাজারের পাশেই জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাউসমারী গ্রামে। ঝগড়ারচর বাজারে আমার মেসার্স রিফাত এন্টার প্রাইজ ও মেসার্স রিফাত ফার্নিচার গ্যালারি নামে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাজারের একটি সমিতিকে ঘিরে পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরদিন দোকানের দালান ভাংচুর করে। এর ভিডিও ফুটেজ রয়েছে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে গত ২১ আগস্ট শেরপুরের দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদশর্ন করে ঘটনার সত্যতা পেয়েছেন। কিন্তু ঘটনার প্রায় এক মাস হলেও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় আসামীরা এখনও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে সময় ব্যবসায়ী রফিকুল ইসলাম, তার বাবা মো. আবদুস সামাদসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় মামলার প্রেক্ষিতে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।