২২ জুলাই শনিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় রেঞ্জ অফিস উদ্বোধন ও ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সারা বিশ্বে শেখ হাসিনার সরকার একটি মডেল।
এই সরকারের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর কোন সরকারের আমলে এ উন্নয়ন আর কখনো হয়নি। এ কারণে শেখ হাসিনার কোন বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা-ই।
তিনি আরও বলেন, দেশ-বিদেশে এ সরকারের উন্নয়ন এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। সে উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য তারুণ্যের জয়যাত্রা ও তারুণ্যের সমাবেশে সকলের অংশগ্রহণ করা প্রয়োজন। আপনারা তরুণ সমাজ, যুব সমাজ আপনারা এগিয়ে আসবেন, আগামী নির্বাচনে আবার আমরা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করতে পারি।
তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন-ভিন্ন করে এবং দেশি-বিদেশী সব ষড়যন্ত্র মোকাবিলা করে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা মানুষের ঘরে যাবেন। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে বুঝাবেন। মানুষ আমাদের পক্ষে আছে, মানুষ আমাদের পক্ষে থাকবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে ইনশাল্লাহ।
উপজেলা যুবলীগ আয়োজিত ‘তারুণ্যের জয়যাত্রা, সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
এর আগে সুফল প্রকল্পের আওতায় নির্মিত ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জ অফিস উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ওইসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ওসি (তদন্ত) আবুল কাশেম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত