একুশ
– এম মহাসিন মিয়া
একুশ মানে আমার ভাইয়ের
তাজা রক্তে রঞ্জিত
একুশ মানে আমার মায়ের
আদর-সোহাগ থেকে বঞ্চিত।
একুশ মানে মাতৃভাষায়
কথা বলার অধিকার
একুশ মানে মা-বোনের
বুক ফাটানো হাহাকার।
একুশ মানে বাবার চোখের
গড়িয়ে যাওয়া পানি
একুশ মানে আত্নত্যাগ
আমরা সবাই জানি।
একুশ মানে আমার দেশের
স্বাধীনতার প্রতিচ্ছবি
একুশ মানে বুকের ভেতর
আঁকা শহীদদের ছবি।
এম/এস