পর্দা নামতে যাচ্ছে নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে মুখোমুখি হয়েছে দুই হট ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট স্ট্রাইকার্স।
শিরোপার নির্ধারণী ম্যাচে টসে জিতেছে কুমিল্লার অধিনায়ক ইমরুল। টসে জিতে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইমরুল কায়েস।
এর আগে দুই দলের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও টসে জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইমরুল।
এই ম্যাচে দুই দলই নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। দুই দলই শিরোপার লড়াইয়ে নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে। চলতি টুর্নামেন্টে দুই দলের এখন পর্যন্ত তিন সাক্ষাতে ২-১ এ এগিয়ে আছে কুমিল্লা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।