• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ডা. শাহিনের প্রচেষ্টায় খুলনা বিভাগে প্রথম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বৃষ্টির প্রত্যাশায় গোয়ালন্দে ইস্তেস্কা নামাজ আদায় লামায় চাঁদা আদায়কালে অস্ত্র সহ যুবক আটক বাঙ্গালহালিয়াতে সুধীর বিশ্বাসের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি নরসিংদী হতে  আটক বাংলাদেশের অনগ্রসর ত্রিপুরা জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে বাত্রিকস- হিরন জয় ত্রিপুরা পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততা বাড়াতে কাজ করছে মানিকছড়ি প্রশাসন মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা বান্দরবানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় কাপ্তাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

খালেদা জিয়া এখনো বন্দি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: / ৬৫৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া এখনো বন্দি অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তিনি (বিএনপি চেয়ারপারসন) এখনো বন্দি অবস্থায় আছেন। তাকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় দুটি দুর্যোগ। একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ (করোনাভাইরাস)। আরেকটি হচ্ছে, রাজনৈতিক দুর্যোগ। আজকে করোনার কারণে মানুষের জীবন-জীবীকা বিপদগ্রস্থ হয়ে পড়েছে। অন্যদিকে রাজনৈতিক দুর্যোগের কারণের এদেশে মানুষের যে মালিকানা ছিল, সেই মালিকানিা নিহত হয়েছে। একটা লুটেরা অর্থনীতি, একটা লুটেরা সমাজতান্ত্রিক রাষ্ট্র।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে ফখরুল বলেন, আমাদের এখন সময় এসেছে সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করা। আজকে সমস্যাটা কিন্তু শুধু বিএনপির নয়। সমস্যাটা হচ্ছে সমস্ত দেশের এবং সমস্ত মানুষের। আজকে আমার গণতন্ত্র নিয়ে গেছে। আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গেছে। আজকে করোনার কারণে দেখছি, কিভাবে মানুষের অধিকার চলে যাচ্ছে। মানুষ কোন চিকিৎসা পায় না।

৭১ থেকে ৭৫ সালে প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, এরা (আওয়ামী লীগ) অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানুষের অধিকার ও গণতন্ত্রকে হরণ করবার জন্য ১/১১ পর থেকেই এই ষড়যন্ত্রগুলো শুরু করেছে এবং মানুষের অধিকারগুলো কেড়ে নিচ্ছে। এই অধিকারগুলো ফিরে পেতে হবে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ