আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সার্বজনীন” এই শ্লোগানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ দেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করায় তাতে আয়বর্ধক মানুষকে সঞ্চয়মুখী করতে তৃণমূলে কাজ করছে জনপ্রতিনিধি ও প্রশাসন।
প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই ক্যাটাগরিতে ১৮-৫০ বয়সী যে কোন নাগরিক ১০-৪২বছর মেয়াদে ২০০০-৫০০০ টাকা মাসিক চাঁদায় পেনশন স্কিম করার সুযোগ রয়েছে।
ইতোমধ্যে উপজেলার চার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সরকারের এই সর্বজনীন পেনশন স্কিমে সুবিধাভোগীর সম্পৃক্ততায় প্রচারণাসহ কার্যক্রম জোরদার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫০০ জন পেনশন স্কিম করিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, প্রত্যেক নাগরিক কর্মজীবনের উপার্জিত অর্থের কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে একজন নাগরিক নিশ্চিত করতে পারেন বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা। তাই আমরা জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের সচেতন সকল নাগরিক এগিয়ে এলে সাধারণ মানুষজনও মহৎ একটি উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।