সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী।
তীব্র দাবদাহে পুড়ছে সারাদেশে। সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যখন তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ, তখন মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে সালাতুল ইস্তেস্কা নামাজ আদায় করেছেন উপজেলার ধর্মপ্রান মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর দাখিল মহিলা মাদ্রাসার মাঠে এ সালাতুল ইস্তেস্কার নামাজ আাদায় করা হয়।
বাংলাদেশ জাতীয় ইসলামি সমাজ কল্যান পরিষদ উজান চর ইউনিয়ন কমিটির আয়োজনে এবং সাটুরিয়া ইসলামিয়া কলেজিয়েট মাদ্রাসা মানিকগঞ্জ এর প্রভাষক মৌলানা নজরুল ইসলাম উজ্জ্বল এর সঞ্চালনায় এই দোয়া ও নামাজের আয়োজন করা হয়।
প্রখর রোদ ও গরম উপেক্ষা করে নামাজ আদায় করার পর খোতবা শেষে মুসল্লিরা বালা মছিবত দুর করে বৃষ্টির প্রত্যাশায় দোয়া মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার খতিব খন্দকার আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, আল্লাহ আমাদের নানা ভাবে পরীক্ষা করেন। আল্লাহর কাছে দু’হাত তুলে চাইতে হবে তিনি যেন আমাদের পাপ ক্ষমা করে দেন। আমাদের ক্ষমা করে দিয়ে রতমতের বৃষ্টি দেন যাতে ধরনীর ঠান্ডা হয়ে ভালো ফসল ফলে এবং মানুষের জীবনযাত্রা সহজ হয়।
এসময় উপস্থিত গোয়ালন্দ ইমাম কমিটির সভাপতি মৌলানা জালাল উদ্দীন প্রামানিক, ইসলামি সমাজ কল্যান পরিষদ উজান চর শাখার সভাপতি মৌলানা সামছুল হক এবং উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক হুমায়ুন কবির পলাশ প্রমুখ।