চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ৩০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে নূর আলম (৩৫) গংদের বিরুদ্ধে।
শনিবার (৪ জুন) ভোর রাতে জবর দখল করে জমিতে ঘর নির্মাণ করেন নূর আলম গংরা। অভিযুক্ত নূর আলম গংদের বাড়ি দক্ষিণ আইচা থানার চরমানিকা ৮ নম্বর ওয়ার্ডের জজ বাবুলের ছেলে। অভিযোগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.বশার (৩৩), জানান, আমার পিতা মৃত মিন্টু হাওলাদার ৩০ বছর আগে মো. মতলব বেপারী’র কাছ থেকে ৭০.৫০ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ৩০ বছর ধরে গাছ রোপণসহ সৃজন করে আসছি। যার দাগ নং ৩৫৭, খতিয়ান নং ৬৪২১, বর্তমান ৬৩২৮ , জেএল নং ১০১,চর আইচা মৌজা। কিন্তু হটাৎ করে নূর আলম গংরা আমাদের জমিতে গত (৪ জুন) ভোর রাতে আমি বাড়িতে না থাকায় জোরপূর্বক ঘর তৈরি করেন। জমিতে ঘর নির্মাণ কথা শুনে আমি বাড়িতে এসে নূর আলম গংদের বাধা দিলে তারা আমার সপরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তারা টাকার জোরে সবাইকে ম্যানেজ করে আমার জমি দখল করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। জমির পাশের প্রতিবেশী সফিউল্লাহ মৌলভী বলেন, এই জমিটি দীর্ঘ কয়েক বছর যাবৎ মো.বশার ভোগদখল করে আসছেন। কিন্তু (গত ৪ জুন) সকালে ঘুম থেকে উঠে দেখি ওই জমিটিতে ঘর নির্মাণ করা। সরেজমিনে গিয়ে অভিযুক্ত নূর আলমের সঙ্গে আলাপ কালে তিনি থানা পুলিশের উপস্থিতিতে বলেন, আমরা একই জমির মালিক মতলব বেপারী’র কাছ থেকে ৩৪ শতাংশ জমি ক্রয় করে আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করেছি তাতে সমস্যা কি। এর বাইরে তিনি কোনো কথা বলে নাই। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, রাতে ঘর নির্মাণ করে অন্যায় করেছে নূর আলম। অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম/এস