রাজবাড়ীর গোয়ালন্দের ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে ২শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বর হতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ইয়ামাহা মটরসাইকেল বাংলাদেশ ঢাকা বিভাগের জোনাল ম্যানেজার ওহিদুল আলম মামুন এর সভাপতিত্বে ও এসি আই মটরস এর মার্কেটিং অফিসার নাজমুস সাকিব ও ইসমাইল খলিল এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. নাসির উদ্দিন রনি, নিজাম উদ্দিন শেখ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, ওয়াই আর সি ঢাকার এডমিন শাখাওয়াত হোসেন পলাশ, মিরপুরের এডমিন আরাফাত শুভ, খিলগা’র এডমিন সাদাফ রাসেল এবং সাব্বির সজিব, মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম প্রমুখ।