খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি জোরখাম্বা এলাকায় শান্তি পরিবহন ও মালবাহী কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টা দিকে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের সাথে (ঢাকা মেট্রো- ব-১৪-১৪৮৩) খাগড়াছড়ি গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ড ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাইফুল ইসলাম বাগেরহাট মোড়ালগঞ্জ থানার পুটা খালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য সহ আরো ৫জন আহত হয়েছেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের সাথে শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হলে তাকে মানিকছড়ি হসপিটালে পেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।