ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি রাঙ্গুনিয়া উপজেলাধীন সন্দীপ পাড়া থেকে শুরু হয় এবং কাপ্তাই উপজেলাধীন রাইখালী ফেরীঘাটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন পূর্ব কোদালা সন্দীপ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সোলায়মান। উদ্বোধক ছিলেন বড়খোলাপাড়া তালিমুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিকুল ইসলাম আমিনি। প্রধান অতিথি ছিলেন কোদালা মাদ্রাসার শিক্ষক আলহজ্ব ক্বারী মোহাম্মদ রফিক। মাওলানা মুহাম্মদ আবদুল আজিজের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা মুফতি মুহাম্মদ নেজাম, মাওলানা মুহাম্মদ আনোয়ারসহ বিভিন্ন স্তরের আলেমওলামাবৃন্দ।
বক্তব্যে এসময় বক্তৃরা বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ করার ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবী জানান।