স্টাফ রিপোর্টার::
গুইমারা উপজেলার কবুতরছড়ার বাসিন্দা গুইমারা উপজেলার প্রবিণ নেতা মোখলেছুর রহমানের (মোখলেছ লিডার) পুত্র সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউল ইসলামকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।
সম্প্রতি রবিউল হোসাইন এর কবুতর ছড়ার বাসভবনে যান উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় তারা গুরুতর আহত রবিউল ইসলামের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
এসময় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: রফিকুল ইসলাম, তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিট জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন (বাবু), জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান আরিফ, সিন্দুকছড়ি ইউনিট জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম রোজ, জামায়াত নেতা রাজু আহমেদসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।