• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা মাটিরাঙ্গার দুর্গম জনপদের মানুষ পেল মানবিক সহায়তা মহালছড়িতে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীদের অবস্থান এবং সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা-গোয়ালন্দে চাঞ্চল্য বিয়ের মেহেদীর রঙ ম্লান হওয়ার আগেই শহীদ হন ক্যাপ্টেন আফতাবুল কাদের বীরউত্তম দুবাই প্রবাসী ওমর ফারুক এর উদ্যােগে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ দূর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলেন বাংলাদেশ সেনাবাহিনী সাজেকের উদয়পুর বিদ্যালয়ে মারিশ্যা জোনের টিন প্রদান

ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা!

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম: / ২৫৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব সংবাদদাতা।।
মুদি দোকানের আড়ালে যেন ইয়াবার পাইকারি দোকান! মুদি দোকানের আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্যের অভিযোগে ২ সহোদরকে আটক করেছে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে পটিয়া উপজেলার মনসারটেক শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলীর বাড়ীর মৃত জালাল আহম্মদের ছেলে জসিম উদ্দিন বাঁচা (৪২) ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু (৪৮)।
জানা গেছে, মনসারটেক এলাকায় শাহ নিজামী ট্রেডার্স নামের ওই মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল জসিম উদ্দিন বাঁচা ও তার ভাই মোঃ জামাল উদ্দিন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে জসিম উদ্দিন বাঁচার দেহ তল্লাশি করে ৩৪৯ পিস ও তার দেখানোমতে দোকানের ক্যাশ বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় জসিম উদ্দিন বাঁচা ও মোঃ জামাল উদ্দিন মিন্টুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগেও তাদের ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা ব্যবসার মুল হোতা। তাকে ধরতে আগেও অভিযান পরিচালনা করা হয়েছিল। এর আগে তার বাসায় অভিযান পরিচালনা করা হলে তার পরিবারের সদস্যরা কৌশলে টয়লেটে ইয়াবা ফেলে দেয়। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই দোকানে অভিযান চালিয়ে প্যাকেটজাত ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রকিয়াধীন। এছাড়া মুলহোতা জিয়া উদ্দিন বাবলুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ