ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: বৈশাখকে বরণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই বরইছড়ি ফুটবল একাডেমির আয়োজনে কর্ণফুলি স্টেডিয়ামে রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টা শুরু হয়েছে দুদিন ব্যাপি সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচ।
এতে কাপ্তাই উপজেলা হতে সর্বমোট ৮ টি দল অংশ নিচ্ছেন। এই দলগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের দলগুলোর নামানুসারে।
উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ঢাকা আবাহনী দল ২-০ গোলে ফেনি সকার ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় ব্রাদাস ইউনিয়ন ৪-০ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় বড়ইছড়ি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন অপু, বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো: ইউসুফ বক্তব্য রাখেন।