এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ বিএনপির নেতৃবৃন্দ।
র্যালিটি গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে রামসু বাজার এলাকায় গিয়ে শেষ হয়। হাজারও পাহাড়ি নারী-পুরুষ ঐতিহ্যবাহি বর্ণিল পোশাকে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে নেচে গেয়ে র্যালিটি রঙিন করে তোলে।
বৈসাবি মানেই রঙে-বর্ণে বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব। বিজু-সাংগ্রাই-বৈসু, যে নামেই বলা হোক না কেন, এ উৎসব যেন পাহাড়িদের প্রেরণা-পাহাড়ের সংস্কৃতির জাগরণ।
বসাবি মহিমায় উদ্ভাসিত হোক পাহাড়ের মানুষের জীবন পুরাতন বাচরের দুঃখ গ্লানি হতাশা ভুলে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এমনটাই প্রত্যাশা পার্বত্যবাসীর।