আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
পাহাড়ে বাংলা নববর্ষ বরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ সাংগ্রাই’কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা টাউন হল চত্বর থেকে মারমা জনগোষ্ঠিরবিশাল জনসমাগমে সাংগ্রাই’কে স্বাগত জানিয়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
উপজেলা মারমা ঐক্য পরিষদ, মারমা যুব ঐক্য পরিষদ, মারমা মহিলা ঐক্য পরিষদ ও মারমা ছাত্র ঐক্য পরিষদের উপজেলা সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মো. মোশাররফ হোসেন প্রমূখ। অতিথিদের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে উপজেলা সদর, মানিকছড়ি বাজার, মহামুনি বাসস্ট্যান্ড হয়ে মহামুনিস্থ হেডম্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।