স্টাফ রিপোর্টার::
ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর নগদ উপহার প্রদান।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় গুইমারা উপজেলার ডাক্তার টিলার বাসিন্দা জরায়ু ক্যান্সারে আক্রান্ত বাধন ডালির মমতাময়ী মাতা শ্রী শিল্পী রানি ডালির চিকিৎসার জন্য নগদ টাকা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।
গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্ব জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল শ্রী শিল্পী রানি ডালির বাসায় গিয়ে এই নগদ সহায়তা তুলে দেন।
প্রতিনিধিদলে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিট জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন (বাবু), মোস্তাফিজুর রহমান আরিফ, সিন্দুকছড়ি ইউনিট জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম রোজ, জামায়াত নেতা রাজু আহমেদসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, কে কোন ধর্মের অনুসারী সেইটা মূখ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। মানবতার কল্যানে ধর্ম বর্ণ নির্বেশেষে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের আলোকে আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। এসময় জামায়াত নেতৃবৃন্দ সামর্থ্যবানদের শ্রী শিল্পী রানি ডালির পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
এসময় বাধন ডালি সহ তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।