• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য নগদ উপহার প্রদান করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলাম

স্টাফ রিপোর্টার:: / ১০৪ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার::

ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর নগদ উপহার প্রদান।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় গুইমারা উপজেলার ডাক্তার টিলার বাসিন্দা জরায়ু ক্যান্সারে আক্রান্ত বাধন ডালির মমতাময়ী মাতা শ্রী শিল্পী রানি ডালির চিকিৎসার জন্য নগদ টাকা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।

গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্ব জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল শ্রী শিল্পী রানি ডালির বাসায় গিয়ে এই নগদ সহায়তা তুলে দেন।

প্রতিনিধিদলে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিট জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন (বাবু), মোস্তাফিজুর রহমান আরিফ, সিন্দুকছড়ি ইউনিট জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম রোজ, জামায়াত নেতা রাজু আহমেদসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, কে কোন ধর্মের অনুসারী সেইটা মূখ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। মানবতার কল্যানে ধর্ম বর্ণ নির্বেশেষে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের ক্ষুদ্র সামর্থ্যের আলোকে আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। এসময় জামায়াত নেতৃবৃন্দ সামর্থ্যবানদের শ্রী শিল্পী রানি ডালির পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

এসময় বাধন ডালি সহ তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ