মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি মহল।
সরেজমীনে গিয়ে দেখা যায়, উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা ধর পাড়া এলাকা থেকে রাতের আঁধারে ১০ থেকে ১৫টি ট্রাক দিয়ে টপসয়েল কেটে নিয়ে যাচ্ছে অসাধু মহল। জানতে চাইলে সাইফুল নামে একজন জানান, আমার কাছে অনুমোদন আছে মাটি বিক্রি করার। পুলিশও এই বিষয়ে অবগত আছেন।
এছাড়াও উপজেলার হাঈদগাও ইউনিয়নে প্রায় প্রতিদিন রাতের আঁধারে রাজঘাটা ব্রীজ এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল।
স্থানীয়রা জানান, আওয়ামী সরকার আমলে নেতাকর্মীরা যেমন ভাবে মাটি ও বালু বিক্রি করেছে। তার পুনরাবৃত্তি ঘটাচ্ছে এখন একটি মহল। এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কার্যকরি ভূমিকা চান তারা।
এই বিষয়ে পটিয়া উপজেলা প্রশাসক ফারহানুর রহমান জানান, আমি সদ্য যোগদান করেছি। ইতিপূর্বে কয়েকটি স্পটে মাটি কাটার খবর শুনেছি। যারা অবৈধভাবে এই মাটি কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।