• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দিরের উন্নয়নের জন্য ৮০ হাজার টাকা অনুদান  দিলেন  সবুজ মারমা দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রুমায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত,২ আহত- ৪ বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী প্রতিনিধি :- / ১৬৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলাধীন দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা ও মাদ্রাসার কতিপয় শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ শে নভেম্বর) সকাল ১১টায় ওলামা বাজার মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত উক্ত সাংবাদিক সম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদীব (রঃ) এর পক্ষে লিখিত প্রতিবাদ লিপি পাঠ করেন উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা  আবদুল্লাহ।

প্রতিবাদ লিপি নিম্নরূপ :
এতদ্বারা ওলামা বাজার মাদরাসার সকল হিতাকাঙ্ক্ষী ও মুহিব্বীনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওলামা বাজার মাদরাসা একটি মকবুল অরাজনৈতিক দ্বীনি বিদ্যাপীঠ, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি প্রায় ৮০ বছর যাবৎ দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক সময়ে মাদরাসার কিছু দায়িত্বশীল উস্তাদ ও মাদরাসার বিষয়ে কয়েকটি ফেসবুক ফেক আইডি থেকে একটি কুচক্রি মহল দুর্ণাম, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে, যাহা অত্যান্ত দুঃখজনক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধাচারণের শামিল। বেনামী বা ফেক আইডিগুলোর কোন গ্রহনযোগ্যতা শিক্ষিত জ্ঞানী ও গুনীজনের নিকট নেই বিধায় আমরা তার কোন প্রতিবাদ করিনি, কয়েক ব্যক্তির কু-পরোচনা ও ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে গত ১৯/১১/২০২৪ ইং (মঙ্গলবার) সোনাগাজীর একজন তথাকথিত সংবাদকর্মী- জাবেদ মামুন তার ফেসবুক আইডি থেকে ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করেছেন এবং যাহা গত ২০/১১/২০২৪ ইং (বুধবার) সোনাগাজীর আলো ও আলোকিত সময় নামক ফেসবুক পেইজ থেকে কপি পোষ্ট ও শেয়ার করেছেন; যাহা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন, উক্ত পোস্ট দেখে আমরা হতভম্ব ও বাকরুদ্ধ হয়েছি। উক্ত পোস্টে উনার দাবিকৃত প্রায় ৬টি তথ্য যথাক্রমে : ১। অধিগ্রহনের টাকা মেরে খাওয়া, ২। শিক্ষক গ্রুপিং, ৩। একের পর এক ছাত্র-শিক্ষক বহিষ্কার ও নির্যাতন, ৪। রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ৫। শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়া, ৬। দান-অনুদান থেকে মুখ ফিরিয়ে নেওয়া এগুলো অসত্য ও অবাস্তব তথ্য।

আমরা উক্ত জাবেদ মামুন নামক ফেসবুক আইডিতে উল্লেখিত পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, জাবেদ মামুন, আলোকিত সময় ও সোনাগাজীর আলো কর্তৃপক্ষের নিকট উক্ত অসত্য, ও বিভ্রান্তিকর ও তথ্য প্রচারের মাধ্যমে সুনামধণ্য প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের কারনে নিঃশর্ত ক্ষমা চেয়ে পূর্বের পোষ্ট ডিলিট ও বাস্তব সত্য প্রকাশের আহব্বান জানাচ্ছি, নচেৎ মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আশা করি সচেতন এলাকাবাসী উক্ত তথ্যহীন অসত্য পোস্টের কারণে মাদরাসার বিষয়ে বিভ্রান্ত হবেন না। সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত সকল সম্মানিত সাংবাদিকগণ’কে ওলামা বাজার মাদরাসা সংক্রান্ত যে কোন প্রকার সংবাদ বা রিপোর্ট করার পূর্বে মাদরাসা কর্তৃপক্ষের নিকট যাচাই পূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহব্বান করছি। আল্লাহ আপনাদের সকলকে সদা সত্য ও হকের পক্ষে থাকার তাওফীক দান করুক- আমীন।

এসময় বক্তব্য রাখেন- মাদ্রাসা কমিটির সদস্য মাওঃ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন- মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ মোস্তফা মুছাপুরী, মাদ্রাসা কমিটির সদস্য শাহজাহান মেম্বার, সিনিয়র শিক্ষক মাওঃ ইউনুস, মাওঃ আব্দুল হালীম, মাওঃ আহমদ উল্লাহ ফুয়াদ, মাওঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ