• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক… ইউএনও মনজুর আলম গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

কাপ্তাই স্পীল ওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ১৬২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: এই যেন মাছ ধরার উৎসব। শত শত মাছ ধরার নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন পেশাদার জেলে এবং শখের মৎস্য শিখারীরা। গত ৯ সেপ্টেম্বর সকাল ১১ টা হতে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ডান পাশে কর্ণফুলী নদীতে এই মাছ ধরার উৎসব শুরু হয়েছে বলে জানান স্থানীয় ব্রিকফিল্ড এলাকার পেশাদার জেলে ঝন্টু কুমার মালি।

তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় স্পীল ওয়ের ১৬ টি জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ করা হয়। এতদিন পানি ছাড়ার ফলে কাপ্তাই লেক হতে বিভিন্ন প্রজাতির মাছ কর্ণফুলী নদীতে এসে পড়েছে। তখন নদীতে প্রচুর স্রোত থাকায় মাছ ধরা যাই নাই। এখন স্পীল ওয়ের ডান পাশে কর্ণফুলী নদীতে পানি কমে আসায় বিভিন্ন প্রজাতির মাছ কর্ণফুলী নদীর ব্রিকফিল্ড এলাকায় এসে পড়েছে এবং প্রচুর মাছ ধরা পড়ছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাপ্তাই ব্রিকফিল্ড ঘাঁটে কথা হয় জেলে আলি নূর, মো: জাহাঙ্গীর এবং আলী হোসেন এর সাথে। তাঁরা বলেন, এই কর্ণফুলী নদীতে প্রচুর পরিমাণে রুই, কাতলা, ব্রিগেড, সিলভার কার্প, বাচা ও মৃগেল মাছ ধরা পড়ছে। স্পীল ওয়ের জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ করার পর এই মাছ ধরা পড়ছে।

৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মল্লিক বলেন, স্পীল ওয়ের ডান পাশে গত ৯ সেপ্টেম্বর হতে কর্ণফুলি নদীতে প্রচুর মাছ ধরা পড়ছে। শত শত জেলে এবং ক্রেতার আগমনে সরগরম হয়ে উঠেছে এই ব্রিকফিল্ড এলাকা।

কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন বলেন, আমি সরজমিন গিয়েছিলাম সেই এলাকায়। সেখানে ব্রিগেড এবং সিলভার কার্প জাতীয় মাছ বেশি ধরা পড়ছে বলে জানান জেলেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ