• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে বিএনপি’র কর্মী সমাবেশে ব্যাপক সমাগম দুই যুগ পরে দখল-দূষণ থেকে মুক্তি পাচ্ছে লামা বাজার পুকুর কেপিএম উৎপাদন চালু রাখার দাবিতে মানববন্ধনে বক্তারা: কেপিএম ২৪ ঘন্টার মধ্যে উৎপাদনে না গেলে কঠোর কর্মসূচি বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে মতবিনিময় করেন ডিআইজি আলমগীর রহমান রেঞ্জ রাজশাহী মানিকছড়িতে বিএনপির বিশাল কর্মী সমাবেশ মানিকছড়িতে রোগাক্রান্ত মুরগী লোকালয়ে বিক্রি! রোগ ছড়িয়ে পড়ার আশংকা সিন্দুকছড়িতে মানবতা ও সমাজ কল্যাণে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা নবীনগরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ ০১ কর্মী আটক কাপ্তাই স্পীল ওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলুটিলায় ই-টিকেট কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান 

বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: / ৫০৮ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনার থাবা থেকে দেশের জনগণকে রক্ষা করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে গত বুধবার থেকে দ্বিতীয় পর্যায়ে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আস্তে আস্তে সকল জনগণকে টিকাদান কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তবে টিকাদানের পূর্বে নিবন্ধন পদ্ধতিটা অনেক গরিব, অসচ্ছল ও সাধারণ মানুষের কাছে একটু কঠিন মনে হয়। বোয়ালখালী প্রেস ক্লাবের টিকাদান নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ সাধারণ মানুষকে অনেক সহায়তা করবে। সেসাথে নিবন্ধন কার্যক্রমে অন্তভুক্তির মাধ্যমে টিকাদান কার্যক্রমও সহজ হয়ে যাবে।বুধবার বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জিল্লুর রহমান উপরোক্ত কথা বলেন। ১৪ জুলাই বুধবার দুপুরে বোয়ালখালী প্রেস ক্লাব চত্বরে উক্ত কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন আহমদের নির্দেশনায় ক্রোনার টিকার নিবন্ধন আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি হাজি নাছের আলী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মনজুর মোরশেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র জোবাইদা বেগম, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রিপোর্টার হিমাদ্রী রাহা, সমাসেবক আলহাজ্ব আবু আকতার, এম, এ তালেব।বক্তব্য রাখেন সাংবাদিক এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফারুক ইসলাম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক এস, এম নাঈম উদ্দীন, খোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, করোনা টিকার নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলবে।
সহযোগিতায় বোয়ালখালী প্রেসক্লাবের দাতা সদস্য হাজি নাছের আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ