তারেক আল মুনতাছির চট্টগ্রাম (ক্যাম্পাস প্রতিনিধি)
“রক্তের বিনিময়ে এল যে ভাষা, ভুলবো না তার মহিমা ও আশা” – এই শ্লোগানকে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কক্সবাজার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস-এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৮ ঘটিকায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য ও বর্তমান প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আয়োজনের শেষ পর্যায়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সবাইকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থেকে তার যথাযথ চর্চার আহ্বান জানান।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের দায়বদ্ধতা তৈরি করার প্রয়াস নেওয়া হয়।