• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

বেশি দামে ডলার বিক্রি করায় ১৩ ব্যাংককে তলব

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ২৫৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নির্ধারিত দামের চেয়ে বেশিতে ডলার বিক্রি করায় ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের এই ব্যাংকগুলো বেশি দামে আমদানিকারক ও করপোরেট গ্রাহকদের কাছে ডলার বিক্রি করেছে। গত রোববার ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে বলা হয়, ব্যাংকগুলোর শাখা পরিদর্শনের সময় আমদানি বিলের বিপরীতে ঘোষণার চেয়ে ডলারের দাম বেশি নেওয়ার প্রমাণ মিলেছে। যা মুদ্রানীতির পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।

মুদ্রাবাজারে ডলারের দামে লাগাম টানতে তদারকির আহ্বানমুদ্রাবাজারে ডলারের দামে লাগাম টানতে তদারকির আহ্বান
উল্লেখ্য, রোববার থেকে ব্যাংকগুলোতে ডলারের একদর কার্যকর করা হয়।

এর আগে, আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সার বদলে, ১১৪ থেকে ১১৫ টাকায় বিক্রি করে কিছু কিছু ব্যাংক। নির্ধারিত দাম অনুসারে, আমদানিকারকদের কাছে ডলার বিক্রির বর্তমান মূল্য ১১০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস এবং বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ থেকে ডলার কেনা-বেচা পরিদর্শন করে থাকে। বেশ কিছুদিন ধরে ডলারের দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শনে পাঠায়। এর পর থেকে তথ্য সংগ্রহ করে ডলার বেচা-কেনার বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে তদারকি চলছে। সঠিক প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

এর আগে, ৩০ আগস্ট বেশি দামে ডলার বিক্রির অপরাধে সাতটি মানি চেঞ্জারের ব্যবসার লাইসেন্স স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ