• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) / ৪৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)।

‎‘‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগানে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ আয়োজনে টিআইবি’র সহযোগিতায় সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত হয়েছে তথ্য মেলা ২০২৫।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, যার কাছে যত বেশী তথ্য রয়েছে সে তত বেশী শক্তিশালী। বাংলাদেশে যত আইন রয়েছে তার সবগুলোই সরকারি দপ্তরগুলো জনগণের উপর প্রয়োগ করে। তবে, তথ্য অধিকার আইনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ আইন জনগণ সরকারি দপ্তরগুলোর উপর প্রয়োগ করে। তিনি আরো বলেন, আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে বার্তা পেয়েছি তা বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।

তিনি সকল সরকারি দপ্তরকে হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা প্রদান করার জন্য আহ্বান জানান। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়নের ফলে প্রতিষ্ঠানে শুদ্ধাচার বৃদ্ধি করা সম্ভব বলে তিনি মনে করেন। আলোচনা সভার আগে তিনি তথ্য মেলা, তরুণদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী হাফ ম্যারাথন ও দুর্নীবিরোধী কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ জনগণের জন্য একটি হাতিয়ার হিসেবে কাজ করে। এই আইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান আইনের আলোকে প্রকাশযোগ্য তথ্য প্রদান করতে বাধ্য। এই আইনের বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে মত প্রকাশ করা হয়।

বক্তারা এ ধরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেন। সনাক সদস্য সীমা দেওয়ান ও রেজাউর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, দুদকের সহকারি পরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীল, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ (প্রশাসন ও অর্থ), মো: জসিম উদ্দিন, ক্লাস্টার কো-অর্ডিনেটর, টিআইবি প্রমুখ। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও টিআইবি ট্রাস্টি বোর্ড মেম্বার এড. সুস্মিতা চাকমা।

‎অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সরকারি পরিষেবা বিষয়ক জনগণের মুখোমুখি (গণশুনানী) অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: শওকত আকবর খান, আঞ্চলিক পাসপোর্টের সহকারি পরিচালক সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সারোয়ার হামিদ, পৌরসভা প্রতিনিধি নগর পরিকল্পনাবিদ সুবর্ণ চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি ধীমান চাকমা, হাউজবিল্ডিং ফাইন্যাান্স কর্পোরেশন এর ম্যানেজার (এজিএম) নিহার রঞ্জন শীল উপস্থিত ছিলেন।

বক্তারা নিজ নিজ দপ্তরের সেবা সম্পর্কে উপস্থিত জনগণকে অবহিত করেন। উপস্থিত লোকজন সেবা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন দপ্তরকে প্রশ্ন করেন এবং সুপারিশ ও কিছু অভিযোগ জানান। উপস্থিত কর্মকর্তাবৃন্দ সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা এ ধরণের অনুষ্ঠান আয়োজেনর মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য রেজাউর রশীদ পাপ্পু।
‎বিকালে পুরস্কার বিতরণী পর্বে হাফ ম্যারাথন, বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, মেলায় স্টল প্রদানের জন্য সকল দপ্তরসমূহের জন্য শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও সর্বোচ্চ তথ্যসেবা প্রদানকারী দপ্তরসমূহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সনাক, ইয়েস এবং এসিজি সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার জন্য এ মেলার আয়োজন করা হয়। মেলায় ৩১ টি সরকারি দপ্তরসহ মোট ৩৮ টি সরকারি বেসরকারি দপ্তর স্টল দিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে। মেলায় সনাকের ইয়েস দল হাতেকলমে তথ্য আবেদন ‘‘ক” ফরম পূরণ করা শেখানোর পাশাপাশি সরকারি বেসরকারি দপ্তরসমূহ মেলায় বিভিন্ন দপ্তর তাদের সেবা ও তথ্য সংক্রান্ত তথ্য প্রদর্শন করে। মেলায় বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ