নির্ধারিত দামের চেয়ে বেশিতে ডলার বিক্রি করায় ১৩ ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের এই ব্যাংকগুলো বেশি দামে আমদানিকারক ও করপোরেট গ্রাহকদের কাছে ডলার বিক্রি করেছে। গত রোববার ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
চিঠিতে বলা হয়, ব্যাংকগুলোর শাখা পরিদর্শনের সময় আমদানি বিলের বিপরীতে ঘোষণার চেয়ে ডলারের দাম বেশি নেওয়ার প্রমাণ মিলেছে। যা মুদ্রানীতির পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
মুদ্রাবাজারে ডলারের দামে লাগাম টানতে তদারকির আহ্বানমুদ্রাবাজারে ডলারের দামে লাগাম টানতে তদারকির আহ্বান
উল্লেখ্য, রোববার থেকে ব্যাংকগুলোতে ডলারের একদর কার্যকর করা হয়।
এর আগে, আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সার বদলে, ১১৪ থেকে ১১৫ টাকায় বিক্রি করে কিছু কিছু ব্যাংক। নির্ধারিত দাম অনুসারে, আমদানিকারকদের কাছে ডলার বিক্রির বর্তমান মূল্য ১১০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস এবং বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ থেকে ডলার কেনা-বেচা পরিদর্শন করে থাকে। বেশ কিছুদিন ধরে ডলারের দাম বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শনে পাঠায়। এর পর থেকে তথ্য সংগ্রহ করে ডলার বেচা-কেনার বিষয়গুলো যাচাই করা হচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে তদারকি চলছে। সঠিক প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।
এর আগে, ৩০ আগস্ট বেশি দামে ডলার বিক্রির অপরাধে সাতটি মানি চেঞ্জারের ব্যবসার লাইসেন্স স্থগিত করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত