মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ডেভিল হান্টের অভিযানে ছাত্র লীগের এক নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মেরুং এলাকা থেকে দীঘিনালা থানা পুলিশ অভিযান পরিচালনা করে মেরুং দক্ষিন ইউনিয়ন ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ও বড় মেরুং এলাকার বাসিন্দা নবী হোসেন গাজীর ছেলে সুমন গাজী(২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। এসময় তিনি বলেন, গতকাল ও আজ ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে দীঘিনালা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।