ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন শুরু হয়েছে।
রবিবার( ৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকায় বিএনপির দলীয় কার্যলয়ে এই কার্যক্রম শুরু হয়েছে, বাঘাইছড়ি পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ির পৌর বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু।
এছাড়াও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা।
বিশেষ অতথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নুরুল আলম এবং পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক সহ বিভিন্ন পৌর ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।