মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলার এক নং ঘিলাছড়ি ইউনিয়নের খিয়াং অধ্যষিৎ এলাকায় তিন টি বসত ঘর আগুনে পুরে ছাই হয়ে যায়। এতে আট লাখ টাকার ক্ষয়খতি হয়ছে বলে জানাগেছে।
মঙ্গলবার দিবাগত রাত (১০ ফেব্রুয়ারী ) রাত ১ টায় উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়া গ্রামের অংফু খিয়াং এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,অংফু খিয়াং এর বসতঘরে রান্না ঘরের চুলা হতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের চারপাশে ছড়িয়ে গিয়ে পাশের চিংহ্লাঅং খিয়াং ও সাজাই খিয়াংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও পার্শ্ববতী পাড়ার লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত সাজাইু খিয়াং বলেন,অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র,স্বর্নালংকার পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাজস্থলী ফায়ার স্টেশন অফিসার আবদুল গনি বলেন,খিয়াংয়ের বসতবাড়িতে আগুন লাগার খবর আমরা পাইনি। যদি পাইতাম তাহলে ঘটনাস্থলে গিয়ে দ্রূত পৌঁছে যেতাম।
এ বিষয়ে ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন অংফু খিয়াং বাড়িতে রান্না ঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে মুহূর্তের মধ্যে ৩টি বসতবাড়ি পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।তাদের প্রায় ১৫ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।