দুঃসময়ে যে সৎ ও ত্যাগী সাহসী যুবকরা আ.লীগের সহযোগী হয়ে মাঠে কাজ করেছেন তাকেরকে পোমরা যুবলীগের নেতৃত্বে মূল্যায় করার আহবান জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি জহির আহমেদ চৌধুরী ।
তিনি আরো বলেন রাঙ্গুনিয়ার অভিভাবক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র কাছে আমার অনুরোধ যারা দলের দুঃসময়ে পাশে ছিল তাদেরকে যেন যুব সমাজের নেতৃত্ব দেওয়া হয়।
রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন দীর্ঘ ৮ বছর পর বুধবার (২৪মার্চ) বিকাল পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্তমান সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস, উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক সম্পাদক আহসান উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ৬নং পোমরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী কুতুবউদ্দিন হারুনী, সাবেক চেয়ারম্যান ফজলুল কবির গিয়াসু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আইযুব নূরী ফরহাদাবাদী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। উপজেলা যুবলীগের সহ-সভাপতি বি,কে লিটন, সহ-সভাপতি মো পারভেজ,সাংগঠনিক সম্পাদক আজিজ,পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মুসলেম উদ্দিন মাষ্টার। প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ ছাবের, যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন চৌধুরী, পৌরসভা ১নং ওয়ার্ড়ের কাউন্সিল জালাল উদ্দীন। পোমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯জন প্রার্থী হয়। সম্মেলনের শুরুতে সভাপতি ও সম্পাদক প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে ঢাকঢোল পিটিয়ে সম্মেলন স্থলে প্রবেশ করলে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। অনুষ্ঠান এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়।