মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ
লামা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন। আজ সোমবার (০৩ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রূপায়ন দেব, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবাইরুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মো. ফরিদ উদ্দিন, সাহাব উদ্দিন, নুর মোহাম্মদ মিন্টু, মোঃ তৈয়ব আলী, বেলাল আহমদ সহ অনেকে।
নবাগত ইউএনও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,শিক্ষা ও শিল্প সংস্কৃতির মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষায় অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি লামা উপজেলাকে পর্যটন শিল্পের অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে অনুরোধ করেন।
সভায় লামার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।