• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণ বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – পলাশ ধর লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রামগড়ে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনু্ষ্ঠিত  রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১ বান্দরবানের সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছে কুকি চিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসীরা মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত রাষ্ট্রীয় সন্মানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের চিরবিদায় রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ

মহেশখালীতে মাস্টার মরহুম শামসুল আলম স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

হ্যাপী করিম, মহেশখালী: / ১৩৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

হ্যাপী করিম, মহেশখালীঃ গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শামসুল আলম স্মরণে ৯ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ জানুয়ারি রবিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃষ্টি রাম দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।

এ সময় গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় মরহুম শামসুল আলম স্যারের স্মৃতিচারণ করেন.. মহেশখালী কলেজের প্রভাষক সানা উল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক নুরুল আমিন ও হুমায়ুন কবির রিপাদ, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক আলো দে, সহকারী শিক্ষক আবুল কাশেম এবং মরহুমের প্রাক্তন শিক্ষার্থী আশেক উল্লাহ ইমন, নুর হোসেন, সোহান, মোস্তফা, রিছান, নিশান, শাহেদ, মামুন ও তারেক’সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আবেগঘন পরিবেশে বক্তব্যরা বলেন- মরহুম শামসুল আলম মহামানবের গুণাবলির অধিকারী ছিলেন। তিনি শিক্ষার্থীদের পিতা-মাতার সেবায় উদাহরণ সৃষ্টি করেছেন। বিভিন্ন জায়গায় চাকুরি ছেড়ে শিক্ষা প্রসারে নিয়োজিত থেকেছেন। ছাত্র/ছাত্রীদের আশির্বাদ, বিদ্যালয়ের উন্নয়ন কল্যাণে তিনি সারাক্ষণ কাজ করেছেন। বিশ্ববিদ্যালয় তাঁর কাছে চিরকাল ঋণি হয়ে থাকবে।

প্রধান অতিথি বলেন- শামসুল আলম বিনয়ী, ভদ্র, দায়িত্বশীল, শিষ্টাচারী, আদর্শ একজন শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যু সকল হৃদয়কে স্পর্শ করেছে। তিনি মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সবশেষে গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে প্রাণ দিয়ে ভালো বেসেছেন। সবসময় বিদ্যালয়ের উন্নতির চিন্তা করেছেন।

পরে মরহুম শামসুল আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ