মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
নানা আয়োজনে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাতে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা ২০২৫ উদযাপন। পূজা উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিটি ঘরে,পাড়া,মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।
রাজস্থলী উপজেল সদর শ্রী শ্রী কৃষ্ণ মন্দির,বাঙ্গালহালিয়া শ্রীশ্রী দক্ষিণেশ্বর কেন্দ্রীয় কালী মন্দির,বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা।
এদিকে পূজাকে ঘিরে সোমবার(২ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়, এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সস্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।
সনাতন ধর্মালম্বীদের মতে,দেবী সরস্বতী সত্য,ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা,বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।
প্রতিটা মন্দিরে আসা শত শত সনাতনীরা দুপুরে প্রসাদ গ্রহণ করেন।