• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা

বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা

প্রতিনিধির নাম / ১৬৯ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ সোমবার। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়।

আজ বান্দরবান সহ  বিভিন্ন পূজামণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে। শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। বাসস জানায়, গতকাল রোববার দুপুর ১২টা ৪৩ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে।

বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হয়। বান্দরবানে বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজার আয়োজন করা হয়েছে।

হিল্লোল রায়  জানায়, এবার কেন্দ্রীয় মন্দির  উপাসনালয়সহ স্কুল, কলেজ পাড়া মহল্লায় ও  মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে । পূজামণ্ডপগুলোর মূল আকর্ষণ শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। বান্দরবান কেন্দ্রীয় মন্দিরে সকাল – ৮, ৩০ দেবীর আরাধনা হবে।

বান্দরবানে চলছে সনাতনী সম্প্রদায়ের সরস্বতী পূজা উদযাপন। পূজা উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজ মন্দিরসহ বিভিন্ন ঘরে, পাড়া, মহল্লায় নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা অর্চনা।

বান্দরবানের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির, মেম্বারপাড়া, এলজিইডির পাশের মন্দিরের জায়গায়, সরকারী কলেজ, কালেক্টরেট স্কুল, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন পূজামন্ডপে চলছে এই পূজা।

পূজাকে ঘিরে আজ সোমবার ৩রা ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন পূজা মন্ডপে শিক্ষক-শিক্ষার্থী ভক্ত ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় । এসময় দেবী সরস্বতীর পূজা অর্চনা আর বিদ্যাদেবীর সন্তুষ্টি লাভে সনাতনী নারী ও পুরুষেরা প্রণাম নিবেদন করে আর অঞ্জলি নেয়।

সকাল থেকে পূজার শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই পূজার কার্যক্রম। পূজা শেষে দেওয়া হয় অঞ্জলি, এরপর পরই বিতরণ করা হয় প্রসাদ। সন্ধ্যায় সন্ধ্যারতি, শীতল ভোগ প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা চলবে।

মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বান্দরবানের বিভিন্ন মন্ডপের সরস্বতী প্রতিমা বান্দরবানের সাংগু নদীতে বির্সজনের মধ্য দিয়ে এই পূজার সমাপ্তি ঘটবে।

অসীম রায়( অশ্বিনী)

বান্দরবান “” 01820030466


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ