ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করা হয়। রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খাগড়াছড়ি সদর ব্যানারে মশাল মিছিল করে খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান, আল আমিন, অপূর্ব ত্রিপুরা, মোঃ জামাল।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই এ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে আবু সাঈদ, মুগ্ধ সহ অনেককে হত্যা করা হয়েছে। এখনো অনেকেই পুঙ্গুত্ব বরণ করে বিছনায় কাতরাচ্ছে। এখনো পর্যন্ত শহীদদের রক্তের ঘা শুকায় নি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও। আওয়ামী সরকারের কিছু দোসর গাঁয়ে বাতাস লাগিয় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে তুলে ধরেন শিক্ষার্থীরা। এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম-খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী জুলাই গণহত্যা সহ সকল কর্মকান্ডে জড়িতদের বিচারের দাবি জানান।