• শুক্রবার, ১০ মে ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি   কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হবার অভিযোগ মহেশখালী’র নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানিকছড়িতে বিজয় উল্লাসে ভোটারের পাশে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়ি ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা মহেশখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন: সহবস্থানে থেকে কাপ্তাইয়ে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন কাপ্তাইয়ে পুলিশী অভিযানে চোলাই মদ সহ আটক ১ নওগাঁর পতিসর কাচারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন

সাজেকে ৫৪ বিজিবির উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ১১৫ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

 

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-

রাংগামাটি বাঘাইছড়ি উপজেলায় খাগড়াছড়ি সেক্টর বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪ বিজিবি) উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় জোন অধিনস্থ ১০০টি গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার ২৬শে মার্চ বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন ( ৫৪ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট, হাজাছড়া এবং কবাখালী এলাকাস্থ গরীব দুঃস্থ ও অসহায় পাহাড়ী-বাঙালি ১০০টি পরিবারের মাঝে ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) উপস্থিত থেকে উক্ত ইফতার ও রাতের খাবার এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।এ সময় ৩ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গরীব ও দুস্থ উপজাতি ও বাঙ্গালী জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

উক্ত ইফতার রাতের খাবার ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ