• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বাঙ্গালহালিয়াতে রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জে অন্নকুট উৎসব সম্পন্ন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার / ২৪৭ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন মোহাম্মদপুর-বরঝালা এলাকার সাধারন মানুষের যাতায়াত নির্বিঘœ করতে ধলিয়া খালের ওপর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন নির্মিত কাঠের ঝুলন্ত সেতু উদ্বোধন করেছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টার দিকে এ কাঠের ঝুলন্ত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান খোকন ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. তফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর পরপরই মাটিরাঙ্গা থিয়েটারের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান। এসময় মাটিরাঙ্গা থিয়েটারকে প্রায় দুই লাখ টাকার বাদ্যযন্ত্র প্রদান করেন তিনি।

একই দিন সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশকবাড়ি আর্মি ক্যাম্প এলাকার দরিদ্র ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা অনুদান, পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় অসহায় বৃদ্ধ মহিলাকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন, গোমতি ফুটবল একাডেমীকে ক্রীড়া সামগ্রী এবং ধর্মীয় মন্দিরের সংস্কারের জন্য দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পরে মাটিরাঙ্গা জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, বর্ষাকাল আসলেই শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মোহাম্মদপুর ও বরঝলা এলাকার তিন হাজার অধিবাসী। তাদের যাতায়াত নির্বিঘœ করতেই সেনাবাহিনী ধলিয়া খালের উপর কাঠের ঝুলন্ত সেতু নির্মান করেছে। পাশাপাশি সেনাবাহিনী মানবিক সহায়তা অংশ হিসেবে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সহায়তা বিতরণ করা য়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তেমনি ভাবে মানুষের আস্থা এবং গৌরবের প্রতীক হিসেবে ভবিষতেও সেনাবাহিনী এই ধারা অব্যহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ